মানুষ
মোঃ বদরুল ইসলাম
মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারিনি
তাই বড়ো দুঃখ পুষে রেখেছি এই বুকে —
দুটি চোখ, দুটি কান, দুটি হাত আছে
তবু মনে হয় এসব থাকলেই কি মানুষ হওয়া যায় ?
মানুষের অবয়বে ভেতরে কুরে খায় অমানুষ
মনের যে অস্তিত্ব তা যেন মানবিক নয়,
তা উচ্ছিষ্ট, ডাস্টবিনে ফেলে দেয়া খাবারের মতো।
শ্বাপদের সাথে চারিত্রিক মিল যদি হয় মানুষের
তবে সে জনম মিছে, মানুষ সৃষ্টিও অমূলক।
অপরিমেয় ভোগবিলাস আর প্রজনন
এতো পশুরই জীবনাচরণ, পশুর নামান্তর
তবে আর গর্ব কী আছে আমাদের ?
মানুষের মতো একজন মানুষ খুঁজছি আমি
মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ !
মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ,
মৌলভীবাজার।
Leave a Reply