এক টিকিটে এগারোটি সিনেমা দেখাবে বাংলাদেশি প্রোযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ২০১৮ সালে ছবিটি শুরু করেই সারা বছর আলোচনায় ছিলো ১১ নির্মাতার এই ছবি! ছবির কাজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে ছবিটি। রাজধানী ঢাকাকে থিম ধরে অমনিবাস চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এছাড়াও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবি। শুধু তাই নয়, দেশীয় সংবাদ পত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ভ্যারাইটি’র মতো পত্রিকাতেও শিরোনাম হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।
এই অমনিবাস সিনেমাটি মূলত ১১জন নির্মাতার করা ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে তবে কাহিনির প্রেক্ষাপট হচ্ছে ঢাকা। সিনেমার ১১ জন পরিচালক হচ্ছেন -গোলাম কিবরিয়া ফারুকি,নুহাশ হুমায়ুন, কৃষনেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম,মীর মুকাররম হোসেন,রাহাত রহমান,রবিউল আলম রবি,শায়েদ সালেহ আহমেদ সোবহান,শায়েদ আহমেদ শাওকি,তানিম নূর,তানভির আহসান
Leave a Reply