জকিগঞ্জ(সিলেট) ::মঙ্গলবার বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে ৬টি গ্রামের উপর দিয়ে আচমকা বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের ঝড় অন্তত ২৫টি বসত ঘরসহ গাছপালা ও বৈদ্যুতিক লাইন লন্ডভন্ড করে দিয়েছে। বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ইউনিয়নের মাইজগ্রাম, নিদনপুর, শরীফাবাদ, নিজগ্রাম, বালিটেকা ও বাটইশাইল গ্রামের উপর দিয়ে বিকেল অনুমান তিনটায় এ অকাল ঝড় বয়ে যায়।এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাইজগ্রামের মানুষ। মাইজগ্রামের সাবেক মেম্বার ছালিক আহমদ, দিনমজুর সুনাম আহমদ, আকুল আহমদ, শুক্কুর আহমদ, খলিল আহমদ, বিলাল মিয়া, সাবুল আহমদ, অইছ মিয়া প্রমুখের বসত ঘরের চাল উড়ে যায় ঝড়ে।এতে উত্তর মাইজগাও মসজিদের চাল, বেড়ার ক্ষতি হয়েছে।বিদ্যুৎ লাইনের উপর শতাধিক গাছ পড়েছে।অনেকের ঘরের চালে পড়েছে গাছ ভেঙ্গে।তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ৫-৬ লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
Leave a Reply