নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমদ কে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আইনি ব্যবস্থা না নেওয়ায় ও বরিশালের সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর মুক্তির দাবিতে ২৩ সেপ্টেম্বর রোজ বুধবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমন খান, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক জীবন চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ওই মানববন্ধনে এসএ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি আওলাদ রুবেলকে লাঞ্ছিত করা ও মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় জোর প্রতিবাদ জানানো হয়।
Leave a Reply