মৌলভীবাজার প্রতিনিধিঃ আজ (১৬ এপ্রিল ) সকালে মেয়েটির মা-বাবা মৌলভীবাজার সদর মডেল থানায় আসলে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী মহোদয় মেয়েটিকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়৷ উল্লেখ্য যে, গতকাল (১৫এপ্রিল) রাতে মৌলভীবাজার শহরে মেয়েটিকে একা ঘোরাফেরা করতে দেখে কয়েকজন লোক মেয়েটিকে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসে। থানায় মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মানসিক ভারসাম্যহীন মেয়েটি তার নাম ঠিকানা সঠিক বলতে পারেনি। পরবর্তীতে মেয়েটির পরিচয় শনাক্তে জেলা পুলিশ, মৌলভীবাজার এর অফিসিয়াল ফেসবুক পেইজে সহ বিভিন্ন মাধ্যমে মেয়েটির ছবিসহ পোস্ট করা হয়।পরবর্তীতে এই ফেসবুক পোস্টের মাধ্যমে কিশোরী খাদিজা আক্তারের পরিবার থানায় যোগাযোগ করেন৷ মানসিক ভারসাম্যহীন মেয়েটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আতকাপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
Leave a Reply