মৌলভীবাজার প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। সোমবার ২২ মে সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আব্দুল হক।
পরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অনেকে। এছাড়াও, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী জমির মালিকরাও উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহটি চলবে ২৮ মে পর্যন্ত।
Leave a Reply