বদরুল আলম চৌধুরী ::
মৌলভীবাজারের জনপ্রিয় বাউল শিল্পী ও পল্লীবাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি
স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাজ্য চলে যাচ্ছেন এ উপলক্ষে শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার ২৬ সেপ্টেম্বর,বিকালে শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী অস্থায়ী ক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়।
শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী সাধারণ সম্পাদক আহমদ কবিরের পরিচালনায় ও শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী সভাপতি শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সিপার চৌধুরী লিটন,উক্ত সংগঠনের সহ সম্পাদক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ বাউল ফয়ছল ফকির,সাংবাদিক বদরুল আলম চৌধুরী,সিনিয়র সদস্য কাইদ আহমদ, আজিজুল খান,নিন্টু চন্দ্র,জয়নাল আহমদ,দুরুদ আহমদ প্রমুখ।
বক্তব্য কালে নুরুল হক বলেন, আমি দীর্ঘ দিন মৌলভীবাজারের বাউল সংগীতের সাথে জরিত ছিলাম সব মানুষের ভালোবাস পেয়েছি। এই সম্মান ও ভালোবাস কখনও ভুলার নয়। আমি সব সময় সুস্থ বাউল সংগীতের পক্ষে ছিলাম এবং আশা রাখি আপনারা যারা সংগীতের সাথে জড়িত আছেন সুস্থ সংগীতে পক্ষে নিরলস কাজ করে যাবেন।
Leave a Reply