নিজস্ব প্রতিবেদকঃ জনৈকা রুবিনা বেগম এর মেয়ে শারমিন আক্তার (২২), পিতা- মৃত কামিল মিয়া, সাং- পশ্চিম কালাইকোনা, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার আসামী মোঃ শাকিল মিয়া(২৪), পিতা- মোঃ ফারুক মিয়া, সাং- আদমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এর সাথে প্রেমের সম্পর্ক করিয়া প্রায় ০৪ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বর্তমানে তাদের সংসারে ০২ বছরের একটি ছেলে সন্তান রহিয়াছে। বিগত ০২ মাস যাবত স্বামীর সাথে বনিবনা না হওয়ায় শারমিন আক্তার তার শিশু সন্তানসহ মায়ের বাড়ীতে বসবাস করে আসিতেছে। অদ্য ১৩/০৮/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদী শাকিল মিয়া তার স্ত্রীকে নেয়ার রাজনগর থানারধীন ০৭নং কামারচাক ইউপির অন্তর্গত পশ্চিম কালাইকোনা সাকিনস্থ ভিকটিম শারমিন আক্তারের মাতা জনৈকা রুবিনা বেগম, স্বামী- মৃত কামিল মিয়া, সাং- পশ্চিম কালাইকোনা, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এর বসত ঘরে আসে। তখন ভিকটিম শারমিনের মা ঘরে না থাকার সুযোগে শারমিন আক্তারকে একা পেয়ে আসামী মোঃ শাকিল মিয়া(২৪), পিতা- মোঃ ফারুক মিয়া, সাং- আদমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ভিকটিমের সাথে ধস্তাধস্তা করে ভিকটিম শারমিন আক্তারকে তার পরনের প্রিন্টের ওড়না দ্বারা গলায় ঘিরা দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করে প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ারে বসিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। ভিকটিম শারমিন আক্তার এর ০২ বছরের শিশু বাচ্চা রবিউল ইসলাম এর চিৎকারে ভিকিটিমের মাতা রুবিনা বেগমসহ আশপাশের লোকজন উক্ত ঘটনা দেখিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আতাউর রহমান উক্ত ঘটনার বিষয় আমাকে জানাইলে আমি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মৌলভীবাজারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া অত্র থানার এসআই(নিরস্ত্র) মোঃ কামাল উদ্দিনসহ অন্যান্য অফিসার ও ফোর্সদের ঘটনাস্থলে প্রেরণ করিলে এসআই(নিরস্ত্র) মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় নারী কনস্টেবল ৯২৯ আরতি কুর্মিকে সাথে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত দেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মৌলভীবাজার প্রেরণ করেন। তাৎক্ষণিক এসআই(নিরস্ত্র) সুলেমান আহমদ, এসআই(নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই(নিরস্ত্র) উবায়েদ আহমদ, এসআই(নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বর্নিত হত্যা কান্ডে জড়িত আসামী মোঃ শাকিল মিয়া(২৪), পিতা- মোঃ ফারুক মিয়া, সাং- আদমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে ঘটনার সংঘটিত হওয়ার ০৬ ঘন্টার মধ্যে’ই রাজনগর থানাধীন ০৬নং টেংরা বাজার ইউপির অর্ন্তগত সৈয়দনগর ভাঙ্গারহাট এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply