মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর উদ্যোগে শমশেরনগর ফুটবল একাডেমির আয়োজনে শুরু হয়েছে বয়স ভিত্তিক ব্যতীক্রমিক আয়োজন একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টূর্ণামেন্ট। শনিবার(১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে টেকনিক্যাল কমিটির নির্বাহী সদস্য মো. মুহিদুর রহমান,কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুওয়ান, কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল,কমলগঞ্জ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভা মেয়র মো জুয়েল আহমদ, ক্যাপ্টেন অবঃ সাজ্জাদুর রহমান,শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো জুয়েল আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলার দুটি দল শমশেরনগর ফুটবল একাডেমি ও মৌলভীবাজার ফুটবল কল্যান সমিতির খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে মাঝ মাঠে পায়রা উড়িয়ে টূর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
বাফুফের রেজিষ্ট্রেশনকৃত মৌলভীবাজার জেলার ৮ টি দলের অংশ গ্রহণে দুই গ্রুপে প্রথমে লীগ ভিত্তিতে ও পরে নকআউট পদ্ধতিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে শমশেরনগর চা বাগান মাঠে। এ টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকায় খেলার সুযোগ পাবে বলে জানা যায়।আয়োজক কমিটি সূত্রে জানা যায়,নতুন খেলোয়াড় তৈরিতে এ পদ্ধতি কাজে আসবে বলে পরপর আরও কয়েক বছর এভাবে বয়স ভিত্তিক টূর্ণামেন্ট আয়োজন করা হবে।
Leave a Reply