অগ্রযাত্রা সংবাদ :মনসুরনগর ইউনিয়ন আল-ইসলাহ ও তালামীযে ইসমিয়া’র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল উদযাপিত। ১৪ই,অক্টোবর ২০২৩ ঈসায়ী শনিবার সকাল ৯,ঘটিকায় অনুষ্ঠিত হয়,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৮ নং মনসুরনগর ইউনিয়ন শাখার (রাজনগর, মৌলভীবাজার)যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। মনসুরনগর ইউনিয়ন পরিষদ হলরুমে র্যালীপূর্বক আলোচনা সভায় মনসুরনগর ইউনিয়ন আল- ইসলাহ’র সভাপতি হযরত মাও মোঃ নুরুল ইসলাম(ভারপ্রাপ্ত সভাপতি)এর সভাপতিত্বে ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী মোঃ শাহাব উদ্দিন ও ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম,এর যৌথ পরিচালনায় এবং ইউনিয়ন তালামীযের সভাপতি সৈয়দ হাফিজ মোঃ মোজাহিদুল ইসলাম এর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা পেশ করেন,বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাও মোঃ আজির উদ্দিন পাশা, প্রাধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশের আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রী অফিস সম্পাদক হযরত মাও মোঃ মাহদী বিন আব্দুল আজিজ,সহ সত্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,ও জেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ আলাউর রহমান টিপু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তালামিযে ইসলামিয় কেন্দ্রীয় পরিষদের সহ অফিস সম্পাদক মোঃ মারুফ আহমদ,
বক্তব্য রাখেন রাজনগর আল-ইসলাহ উপজেলা শাখার সভাপতি মাও.মোঃ রিয়াদুস সালেহীন রিয়াজ,সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ,প্রচার সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, রাজনগর উপজেলা তালামীযের সভাপতি আলী হোসাইন মিতুল,মাওঃ রুমেন চৌধুরী
প্রশিক্ষণ সম্পাদক,মৌলভীবাজার জেলা তালামীয
,জাকারিয়া হুসেন ইমন,
সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মৌলভীবাজার জেলা তালামীয, মারুফুর রহমান ইমন, সহ সভাপতি,মৌলভীবাজার সরকারি কলেজ তালামীয,
সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আল-
ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মোঃ নিলুর রহমান,
প্রশিক্ষণ সম্পাদক মাও.শাব্বির আহমদ,
আরো উপস্থিত ছিলেন ৮নং মনসুরনগর ইউ.পি আল-
ইসলাহ সহ সভাপতি মাও.জুবায়ের আহমদ,হাফিজ মোঃ
আশিকুর রহমান,হাফিজ দিদার আলী সহ সাধারণ
সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, আব্দুল মুকিত,
রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক
ফরকিছ আহমদ,প্রচার সম্পাদক আমির আলী
তাজুল বখত, সালেহ আহমদ,মোঃ উসমান
আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মোঃ সুফিয়ান
আহমদ,আবদুল মুকিত,রাজনগর উপজেলা তালামিযের
সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান আহমদ, সহ
সাংগঠনিক সম্পাদক মাহদি হাসান রিপন,ইউনিয়ন
তালামীযের সহ সভাপতি মোক্তাদির আহমদ, সেলিম
আহমদ,সহ সাধারন সম্পাদক মোফাজ্জল
হোসেন, আব্দুল কাইয়ুম সায়েম
সাংগঠনিক সম্পাদক
রেদওয়ান হুসেন চৌধুরী
সহ সাংগঠনিক সম্পাদক,
মুজাহিদুল ইসলাম মিতু
সহ প্রচার সম্পাদক
মতিউর রহমান খোকন
অর্থ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন প্রমুখ।
Leave a Reply