নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শোবিজ তারকাদের মধ্যে অংশ নিয়েছিলেন তিন জন তারকা মুখ। এরমধ্যে গুণী অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বিজয়ী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকলেও জনতার রায়ে হেরে গেছেন সংগীতশিল্পী মমতাজ বেগম।
মানিকগঞ্জ-২ আসন থেকে এরআগে দুই বার নির্বাচিত হয়েছিলেন মমতাজ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছেন তিনি। এরফলে নৌকা প্রতীক নিয়ে ‘হ্যাট্রিক’ এর সুযোগ হারালেন এই শিল্পী ও নেত্রী।
এই আসনে মোট ১৯৩টি ভোট কেন্দ্রে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর ট্রাক মার্কা পেয়েছে ৮৪ হাজার ৫২৫ ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।
Leave a Reply