1. 58@dianabykiris.fun : Ana58ei : Ana58eiRB Ana58eiRB
  2. fish@dianabykiris.fun : Annaei :
  3. catch@sit.codepb.com : Anthonyvib :
  4. 69@dianabykiris.fun : Anya69ei :
  5. basitpress71@gmail.com : Agrajatrasangbad.com :
  6. po.r.a.c.ic.um8.3@gmail.com : DanaClara :
  7. vksutop@gmail.com : Davidwhemy :
  8. brudermanni2024@gmail.com : DJvoima :
  9. THACUURRY@lmaill.xyz : Entaike :
  10. g20shop@inbox.lv : G20shop.de :
  11. sotresk@kmaill.xyz : Graicle :
  12. xraptorxrab@gmail.com : Haroldthupt :
  13. may107@3mtintchicago.com : Josephfab :
  14. aidesty.cybeasp459@mail.ru : Michaelraism :
  15. gavrilovanton273@gmail.com : Rasulneart :
  16. calpheadsvire1986@int.pl : ReneeGAT :
  17. karinaleoq56wdd@rambler.ru : Ronaldpew :
  18. did76oruk@aol.com : SadyeInody :
  19. soulley@lmaill.xyz : soulley :
  20. syxugjhlvmt@gmail.com : StabroveTere :
  21. starliagitist@softbox.site : starliagitist :
  22. murt4r@yandex.com : Stephenrig :
  23. teddylazzarini@icloud.com : Tyronerap :
  24. ppbbakiapSn@poochta.com : WilliamNouri :
  25. xrumer23Clara@gmail.com : XRumer23Clara :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
আমিরাতে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশী প্রবাসী শেরপুরে বন্যায় ৭জনের প্রাণহানি -বন্যা পরিস্থিতির অবনতি মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা মৌলভীবাজারের জুড়ীতে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি কমলগঞ্জের আহমদ নগর দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ১৫টি মন্দিরে ৩০ বস্তা ডাল উপহার প্রদান রাজনগর আওয়ামিলীগের সভাপতি ও সহ সভাপতি আটক

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বসত ঘরের উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের ৫ জনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর পৌঁনে ৫টার দিকে উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী ভাঙ্গারপার এলাকায় বিদ্যুৎস্পর্শে ৫জনের মৃত্যু হয়।
রমজান মাসে ভোর বেলার হৃদয়বিদারক ওই ঘটনাকে জেলায় সংঘটিত এযাবতকালের সবচেয়ে বড় ট্রাজেডি হিসেবে মনে করছেন অনেকে। এ ঘটনায় গোটা জেলার মানুষ শোকে স্তব্ধ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর ভোর পৌঁনে ৫টার দিকে ওই এলাকার ফয়জুর রহমানের (৫২) বসতঘরের উপরে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে আছড়ে পড়ে বিকট শব্দে আগুণ ধরে যায়। মুহুর্তেই টিনের তৈরি পুরোঘরটি বিদ্যুতায়িত হয়ে আগুণ ধরে যায়। আর তাতে ঘটনাস্থলেই ফয়জুর রহমান ও তাঁর স্ত্রী শিল্পি বেগম শিরি, ২ মেয়ে এবং এক ছেলের বিদুৎস্পর্শে মৃত্যু হয়। খবর পেরে ঘটনার আধাঘন্টার ঘটনাস্থলে এসে পৌঁছে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

নিহতরা হলেন, ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী শিল্পি বেগম শিরি (৪৫), মেয়ে সামিয়া আক্তার (১৬), সাবিনা আক্তার (১৩) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৮)। এ ঘটনায় আহত শিশু সোনিয়া আক্তার (১২) গুরুতর আহত অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নিহত ফয়জুর রহমান ঠেলাগাড়ি চালিয়ে কোন রকম সংসার চালাতেন ও পার্শ্ববর্তী ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী পূর্ব গোয়ালবাড়ী জামে মসজিদের ইমাম আব্দুল মুকিত বলেন, আমাদের মসজিদে ফজরের নামাজ শেষ হওয়ার পরে বিদ্যুত আসে। এর পরে বিকট একটি আওয়াজ হয়। তখন বের হয়ে দেখি বিদ্যুতের লাইন ছিঁড়ে খুঁটিতে আগুন জ্বলছে। এটা দেখে আশেপাশের মানুষ জড়ো হয়ে প্রথমে পল্লিবিদ্যুত ও ফায়ারসার্ভিস’কে অবগত করি। তাঁরা বিদ্যুৎ বন্ধ করলে আমরা ঘরের মানুষকে উদ্ধার করার চেষ্টা করি।কিন্তু ঘরে তাঁদের কোন সাড়া শব্দ পাই নি। তারপর পরে ঘরের বেড়া ভেঙ্গে আমরা তাঁদের মৃত অবস্থায় দেখতে পাই। এবং একজনের অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে পাঠাই। যাদের অবহেলায় এমন মর্মান্তিক দূর্ঘটনা হয়েছে সঠিক তদন্ত করে বিচার করা হোক।

২নং পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, বিদ্যুতের লাইন ঘরের মাত্র ৪/৫ ফুট উপরে ছিল। গত রাতের ঝড়ে এটি ছিঁড়ে ঘরের উপর পড়ে যায়। ঘরটি টিন দিয়ে বেড়া দেওয়া থাকায় সম্পূর্ণ ঘরে বিদ্যুৎ আয়িত হয়। তখন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারে নি। ঘরের ভেতরে থাকা একই পরিবারে ৫ জনের মৃত্যু হয়। আমরা জুড়ীবাসি এতো বড় দূর্ঘটনায় শিকার ইতিপূর্বে কোন দিন হইনি। এভাবে যাদের বাড়ীর উপর দিয়ে বিদ্যুতের লাইন চলেগেছে বড় দূর্ঘটনার হওয়ার আগে আমি সবাইকে সচেতন হওয়ার বিনীত অনুরোধ জানাই। এবং বিষয়টি প্রশাসনের মাধ্যেমে স্থানীয় সমাধান চাই।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর থেকেই পুরো ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছেন।

মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান ঘটনাস্থল পরিদশর্ন করে বলেন, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা, গত রাতে বজ্রপাত হয়েছে এ কারণে বিদ্যুতিক তার ছিঁড়ে ঘরের উপরে পড়ে এই দূর্ঘটনা ঘটে। ইতিপূর্বে এমন দূর্ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটা নিয়ে আমরা আইনানুগ বিষয়গুলো দেখবো।

এ দিকে ওই ঘটনায় নিহতদের লাশ দাপন-কাপনের জন্য ৫০ হাজার টাকা স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানা গেছে। আর আহত সোনিয়ার চিকিৎসা ব্যয় বহন করবে পল্লি বিদ্যুৎ সমিতি ও জুড়ী উপজেলা প্রশাসন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com