অগ্রযাত্রা ডেস্ক: “শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকল্পে সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের লটারীর মাধ্যমে পদায়ন করলেন পুলিশ সুপার, মৌলভীবাজার” কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যদের বদলী শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরনের উদ্দেশ্যে লটারীর মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করেন পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার)। বিশেষ ব্রিফিং সভায় কক্সবাজার থেকে সদ্য মৌলভীবাজার জেলায় যোগদানকৃত পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নতুন উদ্যমে মৌলভীবাজারের জনসাধারণকে সেবা প্রদানের নির্দেশ দেন। তাছাড়াও অত্র জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণেরও আশ্বাস দেন পুলিশ সুপার, মৌলভীবাজার।
Leave a Reply