লিখেছেন
(মোঃ বদরুল ইসলাম)
যে তোমাকে সত্যিই ভালোবাসে
তার কাছে চেয়ে নেবার মতো কিছু নেই —-
তার কাছে সময় চেয়ে নিতে হয় না
কারণ সে-ই তো আকুল থাকবে তোমাকে কাছে পাবার জন্য
যে মানুষ তোমাকে খোঁজে না, তোমার শূন্যতা অনুভব করে না
আর যা-ই হোক — সে তোমাকে ভালোবাসে না।
উপেক্ষায় ঢেকে রাখে অপেক্ষার পদাবলী,
তোমার মন ভীষণ চঞ্চল, পাহাড়ি ঝরনার মতো বহমান
অভিমান বুকে পুষে অপেক্ষার প্রহর গুনে,
একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও
পরক্ষণেই আড়মোড়া দিয়ে জেগে ওঠে তোমার লালিত স্বপ্ন।
এই বুঝি এলো সে। অপেক্ষার পালা শেষ
দৌড়ে এসে কপাট খুলে দেখো কেউ নেই,
আসেনি সে, ভালো বাসেনি সে কখনোই তোমাকে
তোমার সিক্ত চোখের ভাষাও বোঝেনি কখনো।
০৯/০৪/২৪
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply