আন্তর্জাতিক ডেস্ক:
তেহরান-তেল আবিব উত্তেজনার মধ্যেই ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১২ এপ্রিণ) রাতে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বিবৃতিতে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিকদের ওপর গত কয়েকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তারই প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে এই রকেট হামলা করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ৪০টি রকেট লেবাননের ভূখণ্ড থেকে ছোঁড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানানো হয়।
Leave a Reply