দুর্নীতির কারিশমা
কী রাজনীতি ! কী সামাজিক ব্যবসা
সবক্ষেত্রে লাভই যখন সারকথা হয়ে যায়
তখন মানুষের কল্যাণ বিষয়টি অপাংক্তেয়
আসলে বিত্ত ও ক্ষমতাই হয়ে ওঠে শেষ কথা।
টাকার আর ক্ষমতার প্রতাপে রাজারা ধ্বজা ওড়াই
তারই ছায়ার নিচে দুর্নীতিবাজরা প্রশ্রয় পায়
তখন মিথ্যাটাও সত্যকে দাপট দেখায়।
এইসব দুর্নীতিবাজরাই সুশাসনকে করে তোলো ব্যাধিগ্রস্ত
জাতিকে শোনায় ঘুম ভাঙানিয়া সুর
আর হ্যমিলনের বংশিবাদকের বাঁশির সুরে ছোটে মানুষ
যেন নিয়ে যাবে অন্য কোনো সুখ ও সমৃদ্ধির ঠিকানায়।
টাকা ও ক্ষমতা মানুষকে এডলফ হিটলার করে তোলে
গোলাবী নেশায় চুর হয় মনুষ্যত্বের কথা ভুলে।
লিখেছেন, মো:বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply