নিজেকে ভালো রাখতে গেলে স্বচ্ছতা প্রয়োজন
মনের স্বচ্ছতা ও সৌন্দর্য থাকলে সুন্দর হবেন
কাউকে সুখী কিংবা খুশি করতে হলেও
আগে প্রয়োজন নিজেকে সহজ করে গড়ে তোলা —
যাতে মানুষ বুঝতে পারে আপনার ভেতরে কুটিলতা নেই।
আমরা তো চাই অপরের স্নেহ, প্রেম কিংবা ভালোবাসা
ভাবতে হবে, যা চাই — তা পাওয়ার যোগ্য কি-না,
অন্যকে শ্রেণি মতো ভালোবাসি কি-না,
নিজে যা করি না তা অন্যের কাছে প্রত্যাশা করাও মূর্খতা।
জগৎসংসারে বাঁচতে গেলে ভালোবাসা প্রয়োজন,
সহমর্মিতায় আগলে রাখতে হবে প্রিয়জনকে,
হয়তো কেউ বঞ্চনা করবে, কেউ লাঞ্ছনা করবে
তাতেও তোমার ভালোবাসা নিঃশেষ হবে না
যদি তুমি সত্যি সত্যিই ভালোবেসে থাকো।
ভালোবাসো ! কোনো বিনিময় ছাড়াই
কোনো স্বার্থ তোমাকে অন্ধ সাজাবে না —
তবেই তুমি সহজ, স্বচ্ছ সুন্দর হতে পারবে।
লিখেছেন মো: বদরুল ইসলাম,
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply