সিলেট বাসি ভাসছে জলে
আল্লাহ্ সহায় করো,
ভাই বোনেরা যেথায় আছো
একটু ধৈর্য ধরো।
আশ্রয় মোদের নষ্ঠ হলো
তোমরা দোয়া করো,
হাসপাতাল তলিয়ে গেলো
খোদা রক্ষা করো।
বছরের পর বছর যদি
তুমি এমন করো,
সিলেট বাসি বসে কান্দি
তুমিই দয়া করো।
গরু ছাগল যাচ্ছে ভেসে
কেউ ধরে না হাত,
ছবি তুলে থাকছে সবাই
কেউ দেবে না ভাত!
সুরমা ধলাই মনু নদী
ভাঙ্গে দুই কূল,
পাহাড় ধসে মানুষ মরে
পায় না কোন কূল!
ঈদ গেলো সিলেট বাসির
চোখের লোনা জলে,
একবার দয়াল তাকাও তুমি
মোদের পাপ রাশি ভুলে।
সিলেট ভাসছে
লিখেছেন,শেখ শাহ্ জামাল আহমদ,মৌলভীবাজার।
ছবি সংগৃহীত
Leave a Reply