ভালো নেই আজ প্রিয় সিলেট বাসি,
বন্যায় প্লাবিত নেই ঈদের কোন খুশি।
তলিয়ে গেছে দেখি কতো আলয় পশু,
কৃশলায় জ্বলেনা অগ্নি কাদে কতো শিশু।
চারিদিকে জলদির মতো করে জল থই থই,
বেঁচে থাকার কতো আর্তনাদ কতো হই চই।
তিলে তিলে গড়া কতো স্বপ্ন ভাসছে জলে,
প্রাণে বাচার চিৎকার শুনি শুধু সব কিছু ভুলে।
দোকানপাঠ মাঠে ঘাটে শুধু পানির জলাশয়,
রক্ষা করো হে সর্ব শক্তির মালিক হে দয়াময়।
ভাসছে কতো গৃহ বেড়া বিলীন কতো বাড়ি,
ঢেউয়ের সাথে যাচ্ছে ভেসে কতো পণ্য হাড়ি।
কেউ আছে আশ্ররয় গৃহে কেউ নিবাসের চালে,
অনাহারে কেহ করে ছটফট অবুঝ শিশু কোলে।
আর কতো দেখবো প্রিয় সিলেট বাসির কান্না?
কতো সহিবে মানুষ আর দেখবে এমন বন্যা?
দয়া করো হে সৃষ্টিকর্তা তুমি ছাড়া নেই কেউ,
রক্ষা করো এই পূর্ণ ভূমি থামাও বর্ষার ঢেউ।
সব ক্ষমতার মালিক তুমি তোমার কাছে মাঙ্গি,
তোমারি শ্রেষ্ট সৃষ্টি মানব তোমার প্রেমে রাঙ্গি।
সিলেট বাসি
লিখেছেন,মোহাম্মদ মুক্তাদির আহমাদ
তাং১৯জুন২৪খ্রিঃ
Leave a Reply