নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আশঙ্কা প্রকাশ করেছেন তাকে হত্যা করা হতে পারে।
শুক্রবার বিকালে চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট হাইস্কুল মাঠে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ফুটবল খেলা শেষে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি রাতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
তিনি বলেন, ‘আপনারা আমার সঙ্গে কেউ সেলফি তুলতে পারবেন না। আমি খবর পেয়েছি, দুই-তিনদিনের ভেতরে একটা গ্রুপ ঘুরতাছে আমারে মারবার লাগি। যেভাবেই হোক আমি খবর পাইছি। আমার সিকিউরিটি-আমি বিশ্বাস করি, উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে আজকে মাঠে আইলনানে, আমি মাঠে আইছি।’
ব্যারিস্টার সুমন আরও বলেন- ‘আমি চাই, মরলে অন্তত চুনারুঘাটে মরলে আমি বেশি খুশি হইমু, যেন অন্তত সবকিছু আমার মাঠিত ওই হইছে। তাও ভয়ে আমার কাজ বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলব- আমি একটা এক্সটা সিকিউরিটির জন্য আমার শরীরের কাছে আপাতত কাউকে এলাউ করব না। আপনারা কেউ আজকে-কালকে সেলফি তুলবেন না। কারণ গেলে ফেরানো যায় না। কে কোন মন নিয়ে যায় বুঝা যায় না। সবাইরে তো মনে হয় আমার চুনারুঘাট-মাধবপুরের। কিন্তু দেখা গেল, মাউচ্ছালত আপ আইওয়নি সাথে ইটা তো কইতাম পারি না। ওই যে, রাসেল ভাইপার যেটা! তো আপনারা আমার সেফটির লাইগা চেষ্টা করবা, বাকিটা আমি উপর ওয়ালার কাছে ছাইড়া দিছি।’
এদিকে শনিবার তিনি মাধবপুর উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন।
Leave a Reply