নিজস্ব প্রতিবেদক :
গেল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলার অন্যতম হেভিওয়েট প্রার্থী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুই ইউপি চেয়ারম্যানের অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোচিত হয় এই ২টি ইউনিয়ন। জেলার দুই প্রান্তের এই দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (শূন্য) পদে উপনির্বাচন হবে ২৭শে জুলাই। ওই দুই ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে একজন বিজয়ী হন। আর অপরজন নানা জটিলতায় আইনি লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় জেলা জুড়ে এই দুই ইউপি চেয়ারম্যান ও তাদের ইউনিয়ন আলোচিত হয়। তাদের প্রার্থিতা নিয়ে আলোচনা ছিল ‘টক অব দ্য জেলা’।
ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান হন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পদত্যাগকারী সদ্য সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন। তার সঙ্গে অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ শাহবুদ্দিন এমপির ভাগিনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুয়েব আহমদসহ অন্যরা। অপরদিকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দুই বারের ইউপি চেয়াম্যান মো. তাজুল ইসলাম তাজ পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলে তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত আইনি জটিলতায় তার প্রার্থিতা বাতিল হয়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী একমাত্র হেভিওয়েট প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।
জানা যায়, মৌলভীবাজারে দু’টি ইউপি চেয়ারম্যান (শূন্য) পদে ও ৩টি ইউনিয়নের ৩টি ওর্য়াডে সাধারণ সদস্য (শূন্য) পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭শে জুলাই। জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ও মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply