অগ্রযাত্রা সংবাদ : শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ। ষষ্টিতে তে থাক নতুন ছোয়া, সপ্তমী হোক শিশির ধোয়া। অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টিমুখ, পূজো এবার ভালো কাটুক।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।।
শুভেচ্ছান্তে :
জাফর ইকবাল, সভাপতি,
মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক,
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।
Leave a Reply