নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ নার্গিস আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার ভোর রাতে উপজেলার মাধপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নারী মাদক ব্যবসায়ী নার্গিস একই এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ধলাইপাড় এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ভোর রাত সাড়ে ৩টার দিকে নারী মাদক ব্যবসায়ী নার্গিসকে ১৯১ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। কমলগঞ্জে সম্প্রতিকালে আটক মাদের মধ্যে এটাই সর্ববৃহৎ মাদকের চালান বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী শাহীনের পাশাপাশি তার স্ত্রী নার্গিস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাননো হয়েছে।
Leave a Reply