নিজস্ব প্রতিবেদক ঃআনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাত(দুবাই) শাখার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং আল ইসলাহ দুবাই শাখার অভিষেক ১৬সেপ্টেম্বর, মঙ্গলবার, দুবাই ডেরা রেস্টুরেন্টে বাদ এশা অনুষ্টান অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছেন, আব্দুর রহমান, গজল পরিবেশন করেছেন, হাফেজ জুবার আহমদ রাজু,ভারপ্রাপ্ত সহ সাধারণ সম্পাদক সারজা শাখা।
উক্ত মোবারক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক ক্বারী আব্দুল জলিল সাহেব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের সদস্য সচিব ক্বারী মাহমুদুর রহমান মাহমুদ।হাফেজ ক্বারী মাও:কাউছার হামিদ সাজু, সাবেক দপ্তর সম্পাদক তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মাওলানা সাদিকুর রহমান সাদিক, সভাপতি সারজা শাখা,হা: জুবায়ের আহমদ রাজু ,সাধারণ সম্পাদক সারজা শাখা, সালমান আহমদ,সাংগঠনিক সম্পাদক সারজা শাখা।
আরোও উপস্থিত ছিলেন- মাওলানা ক্বারী শাহজান আহমদ সহ সভাপতি দুবাই শাখা, ক্বারী ফখর উদ্দিন সাংগঠনিক সম্পাদক দুবাই শাখা,ক্বারী আলমগীর হোসেন সাহান সহ সাধারণ সম্পাদক দুবাই শাখা,বদরুল আলম কোষাধ্যক্ষ দুবাই শাখা,রুহুল আমিন সহ আল ইসলাহ’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ও আশেকানে রাসূল নবী প্রেমিকরা। দুআ এবং শপথ বাক্য পাঠকরান, ক্বারী আব্দুল জলিল, আহ্বায়ক, আরব আমিরাত।
ক্বারী দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রাসেল আহমেদ পরিচালনায় অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে মোবারক এই অনুষ্ঠান।`উপদেষ্টা মন্ডলী :
মোঃগয়াছ মিয়া,মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাহিন আলম। পৃষ্ঠপোষক: মোঃ এখলাছুর রহমান। আনজুমানে আল ইসলাহ দুবাই শাখার কার্যকরী পরিষদ-২০২৪ সভাপতি দেলওয়ার হুসাইন,সহ সভাপতি নুরুল ইসলাম মাওলানা শাহজান আহমদ,সাধারণ সম্পাদক হা: রাসেল আহমদ,সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহান,সাংগঠনিক সম্পাদক মো: ফখর উদ্দিন,সহ সাংগঠনিক রুহুল আহমদ,প্রচার সম্পাদক এম মাছুম আহমদ,সহ প্রচার সম্পাদক মো:জয়নাল আহমদ,কোষাধ্যক্ষ মো বদরুল আলম,দপ্তর সম্পাদক মো.হুমানুর কবির,সহ দপ্তর সম্পাদক মো ফারুক আহমদ,প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মো:সুহেল আহমদ আহমদ,সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত,সমাজ কল্যান, ফয়সাল আহমদ,সহ সমাজ কল্যান নুর উদ্দিন।সদস্য:মো:শহিদুল্লাহ,শিপনু আহমদ,আশিকুর রহমান,রুমেল আহমদ,শুয়েব আহমদ,হুসাইন আহমদ,মো:আহমদ,মো শাহজান,ইসলাম,মছব্বির,মো মাজেদুর রহমান।
Leave a Reply