নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দুর্গাপুজা সামনে রেখে কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর সার্বজনীন দুর্গাবাড়ীর নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শৈলজানন্দ দাশ সুজনের সংঞ্জালনায় ও বীর মুক্তিযোদ্ধা শুনীল চন্দ্র দাসের সভাপতিত্ত্বে সভার শুরুতে বক্তব্য রাখেন সেলিম আহমেদ শাকিল, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, চেয়ারম্যান ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: সফিকুর রহমান প্যানেল চেয়ারম্যান ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ, বাবু সুনিল চন্দ্র মালাকার সদস্য ৫ নং ওয়ার্ড ৩নং মুন্সিবাজার ইউ,পি, জহুর আলী সদস্য ৬ নং ওয়ার্ড ৩ নং মুন্সিবাজার ইউ,পি,রেজাউল করিম নোমান সাবেক ইউ,পি সদস্য ৬ নং ওয়ার্ড ৩নং মুন্সিবাজার ইউ,পি, শাহিন আলম লিলু সমাজ সেবক, নজরুল ইসলাম প্রমুখ। পুজা আয়োজন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটি সদস্য দিপু দাশ, কটুলাল দাশ, নবনির্বাচিত কমিটির সভাপতি রামকৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক সুবির দাশ চৌধুরী সহ আরো অনেকে। বক্তারা আসন্ন দুর্গাপুজা যাতে নির্বিগ্নে নিচিন্তে করতে পারেন সে ক্ষেত্রে সর্বাধিক সহযোগী প্রধান করার আশ্বাস দিয়েছেন।
ধর্ম যার যার দেশটা সবার …….
Leave a Reply