আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজারে আশ্বিনের একেবারে শেষ সময় এসে কিছুটা ঘন কুয়াশার দেখা মিলেছে। সোমবার ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই কুয়াশার দেখা মেলে। এ সময় জেলার মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা
গেছে। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার
মাখামাখিতে মৌলভীবাজারে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ
উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের
নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষসহ কাজে বের হওয়া শ্রমিকরা। এদিকে কুয়াশা দেখে এবার এখনই শীতের তীব্রতা বাড়তে শুরু করতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এখনো ফ্যান চালাতে হচ্ছে। কমলগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের শিপন আহমেদ বলেন আজ সোমবার সকালে কিছুটা কুয়াশা দেখা গেছে। তবে গরম কমেনি। এখনো ফ্যান চালাতে হচ্ছে। কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে। ফজরের নামাজ শেষ করে বের হওয়ার সময় মুসল্লি আব্দুস সালাম বলেন, গত বছর আশ্বিন মাসের মাঝামাঝি সময় কুশায়া পড়েছিল। এবার একটু দেরিতেই কুয়াশা দেখলাম।
Leave a Reply