আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির :২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬অক্টোবর) সকাল ৯ঘটিকায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ ও আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম।
উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. আব্দুস সালামের পরিচালনায় শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. আইয়ূব আলি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আতাউর রহমান খান, শমশেরনগর ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল মোছাব্বির, কমলগঞ্জ পৌরসভা সভাপতি মো. আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি এবায়দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিকাল ৪ঘটিকায় একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রক্তাত্ব ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভা ও দুআ’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply