নিজস্ব প্রতিবেদক: গত ১নভেম্বর রোজ রবিবার বাদ আসর কমলগঞ্জ উপজেলার ” শাহজালাল লাইব্রেরি এন্ড প্রিন্ট মিডিয়া” মুন্সীবাজারে শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মসজিদের ইমাম সাহেববৃন্দ ও মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়িবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।মুন্সীবাজার স্কুল জামে মসজিদের ইমাম মাওঃ হাফেজ আব্দুর রহমান সাহেব, হাফেজ মাওঃ ইসমাঈল হোসেন চেীঃ,মাওঃ হাফেজ মাহমুদুর রহমান সাহেব, মাওঃ ফয়সাল হোসাইন,মাওঃ শাহাজান আহমদ, মাওঃ আব্দুস সামাদ রাফি তাদের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।শাহজালাল লাইব্রেরি এন্ড প্রিন্ট মিডিয়া এর সেবাসমূহঃ পবিএ কোরআন শরিফ, সকল প্রকার ইসলামীক বই, আল কাওলুছ ছাদিদ,প্রাথমিক তাজবিদ,মাদরাসা, স্কুল,কলেজের যাবতীয় বই,স্টেশনারী সামগ্রি,অফিসিয়াল স্টেশনারী সামগ্রি,ডিজিটাল ব্যানার,স্টিকার,বিলবোর্ড, পোস্টার,লিপলেট,মেমো,রিসিট,ভিজিটিং কার্ড,বিয়ের কার্ড,কেষ্ট,স্বরনীকা,ক্যালেন্ডার,গ্রাফিস্ক ডিজাইন,ফটোকপি,আর্জেন্ট ছবি প্রিন্ট,এবং চাকরীর সকল আবেদন অনলাইন এর মাধ্যমে করা হয়।আর উস্হিত ছিলেন-শাহজালাল লাইব্রেরি এন্ড প্রিন্ট মিডিয়ার পরিচালক মাওঃ সালাহ উদ্দীন খান।
প্রোপাইটর মাওঃ সায়েক আহমদ।
Leave a Reply