আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের কমলগঞ্জে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাদে সুনাপুর জামেয়া নুরে মদিনা আবু হুরায়রা রা: মাদ্রাসা কমপ্লেক্সে, উক্ত প্রতিষ্টানের আয়োজনে ও মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বাদে সুনাপুর জামেয়া নুরে মদিনা আবু হুরায়রা রা: মাদ্রাসার প্রিন্সিপাল এম এ রফিকুল হকের বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রায় ১৫০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ১৩ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। ক্যাম্প ডিউটি (HR) পাপ্পু কুমার কর্মকার – ডাক্তার, আলিমুল রাজি – কাউন্সেলিং ও অন্যান্য, শ্রী হৃদয় চন্দ্র কর্মকার – মেডিসিন + চশমা,শারমিন আক্তার – রেজিস্ট্রেশন হিসেবে সেবা প্রদান করেন।
Leave a Reply