নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ‘কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন’ ও ২০২৪ সালে অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী ৪ জন শিক্ষক, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুল বাছিত খান,সালাউদ্দিন শুভ সহ কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ।সংবর্ধনা সম্মাননা প্রদান উপ কমিটির আহবায়ক মো. খুরশেদ আলী বলেন, ‘অল্প দুদিনের নোটিশে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,সদস্যবৃন্দ ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ দীর্ঘ সময় উপস্থিত থেকে সভাকে মহিমান্বিত করেছেন। আমরা আহবায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের ছেড়ে ইউএনও স্যার ঠিক চলে যাচ্ছেন, কিন্ত আমরা এই মানবিক ইউএনও কে কখনো ভুলতে পারবো না।’আলাপকালে কমলগঞ্জের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘ইউএনও হিসেবে কমলগঞ্জ ছিলো আমার প্রথম কর্মস্থল। বৈচিত্র্যময় এই উপজেলায় দীর্ঘ ১৬ মাস কাজ করেছি। এখানকার মানুষের ভালবাসায় পেয়ে আমি মুগ্ধ। আমার কাজে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার সকল ভালো কাজের কৃতিত্ব কমলগঞ্জের মানুষের। ক্ষণিকের জন্য বিদায় নিলেও সারাজীবন কমলগঞ্জ বাসীর কথা মনে থাকবে।
Leave a Reply