কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডে কুকিজ স্মৃতি সংঘের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৬ টায় উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডে মহাজন বাড়ী সংলগ্ন মাঠেে খেলার উদ্বোধন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন পাকিছ এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সমাজ সেবক মো. লিয়াকত আহমদ, বাংলাদেশ মানবিক পুলিশ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান সাদেক, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমদ খাজা, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ন আহব্বায়ক পৌর যুবদলের মো. আব্দুল রহমান রুবেল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম, রাজন আবেদীন প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন জেমস্ সমাজ কল্যান পরিষদ বনাম সুরমা স্পোটিং ক্লাব শমশেরনগর। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন উত্তম মুকার্জী, মুজিবুর রহমান দুলু ও সুমন আহমদ।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসব মূখর পরিবেশে খেলা উপভোগ করেন। উল্লেখ্য, মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৩২টি দল নাম তালিকাভুক্ত হয়েছে।
মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন, সুমন, মালেক, মামুন,জুনেদ আহমেদ, ছাদেক হমেদ প্রমুখ।
Leave a Reply