জীবনকে উপভোগ করতে দৃষ্টিভঙ্গির উদারতা চাই
যা দেখি তার সৌন্দর্যটা চোখের দেখায় নয়
বরং মনের গভীরতা দিয়ে অনুভব করতে হয়।
আনন্দ ধারণ করাটাই উপভোগ করা —-
যার মাঝে সেই আনন্দ নেই —
সে কখনোই অন্যকে আনন্দ দিতে পারে না।
মানুষের প্রতি সহজাত ঔদার্যবোধ ও প্রেম না থাকলে
যেমন তার হৃদয় প্রেমে পূর্ণ হয় না
ঠিক তেমনি হাজার গ্রন্থপাঠে লব্ধ জ্ঞান অর্থহীন
যা মানবতার কোনো কল্যাণে আসে না।
উপলব্ধ জ্ঞান আনন্দেরই এক স্বর্গীয় রূপান্তর
যা মন থেকে মনে, মানুষ থেকে মানুষে স্থানান্তর হয়
তা-ই প্রেম, তা-ই বোধিবৃক্ষ হৃদয়ের ভূমিতে।
নিজের আনন্দটুকু যদি মানুষ ভাগ না পায়
জানতে হবে আমি কিংবা আপনি মৃতবৎ,
যে মৃত তার কোনো আনন্দ নেই
তার আছে সীমাহীন অধৈর্য আর আত্মম্ভরিতা।
লিখেছেনঃ
মো:বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply