আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা তালুকদার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু ও কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তব্যে তৃতীয় স্থান অর্জন করেছে। বিগত ২০২৪ সালের ১২ই ডিসেম্বর উপজেলা পর্যায় এবং ২৮শে ডিসেম্বর জেলা পর্যায় পেরিয়ে ৩১ ডিসেম্বর বিভাগীয় (সিলেট) পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে, কিছুদিনের ভিতরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামের আব্দুল আজিজ তালুকদার ও ফাহমিদা খানম দম্পতির মেয়ে আয়শা ।
ইসলামী ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন চৌধুরী জানান, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক জাতীয় শিশু ও কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় আয়শার এই অর্জনে আমরা গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সে যেন জাতীয় পর্যায়ে বিজয়ী হয় এই দোয়া রইলো।
কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু জানান, আয়শার সাফল্য তার কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির ফলাফল। জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জন করে সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনবে আশা রাখছি । তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে।
Leave a Reply