filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১১ সালের শিক্ষার্থীরা।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ডি,এম সাদিক আল শাফিন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক দুরুদ মিয়াসহ পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় সাবেক ও বর্তমান মিলে ২১ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply