নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
এ টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে কমলগঞ্জ পৌরসভাকে ৫- ৩ গোলে পরাজিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ। উদ্বোধনীর অপর খেলায় কমলগঞ্জ সদর ইউনিয়ন দল ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। টুর্ণামেন্টে উপজেলার ১০ টি দল অংশগ্রহন করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্তকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা: কনক সিংহ, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, কমলগঞ্জ জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছরোয়ার শোকরানা নান্না ও প্রত্যুষ ধর ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উৃপস্থিত ছিলেন।
Leave a Reply