আব্দুল বাছিত খান:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার
মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘ (লছমি, গোবিন্দপুর, হরিশ্বরণ) মুন্সীবাজার-এর উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ১৭ জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্টিত হয় লছমি জামে মসজিদ সংলগ্ন মাঠে। উক্ত মাহফিলের সভাপতি মন্ডলীরা ছিলেন মাওলানা আবুল কালাম সাহেব, ভারপ্রাপ্ত মুহতামিম, বলরামপুর টাইটেল মাদ্রাসা,প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার,চেয়ারম্যান ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ, আব্দুর রকিব চৌধুরী (রুকন)
মুতাওয়াল্লি, লছমি জামে মসজিদ। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন বিশিষ্ঠ ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাও. মুফতি মাহফুজুর রহমান জাবের, কুয়াকাটা, বরিশাল। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান রাখেন হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাহেব জাদায়ে মাধবপুরী, হযরত মাওলানা বশির আহমদ সৌরভী, হবিগঞ্জ,হযরত মাওলানা আব্দুস ছবুর , ইমাম ও খতিব লছমি জামে মসজিদ,হযরত মাওলানা মুফতি রিফাত খাঁন মাদানী, হবিগঞ্জ, হযরত মাও. হাসান আহমদ, ইমাম ও খতিব, চৈত্রঘাট বাজার জামে মসজিদ, এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগন বয়ান রাখেন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে মহা গ্রহ্ন আল কোরআন থেকে
তিলাওয়াত করেন বিভাগীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত হাফিজ, মাজহারুল ইসলাম মুর্শেদ এবং নাশিদ পরিবেশন করেন আহমেদ জুনেদ।
Leave a Reply