নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগার-এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কারন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পৌরসভা সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
জিয়া স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপি বয়ক কমিটির সদস্য আশিক মোশারফ, প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ,সমাজসেবক তোফায়েল আহমদ তুয়েল,জিয়া স্মৃতি পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি এড.বকশী জুবায়ের আহমদ,সহ-সভাপতি মাহবুব ইজদানী ইমরান, যুগ্ন সম্পাদক এড.সৈয়দ নেপুর আলী,সহ-সাধারণ সম্পাদক এড.সালেহ আহমদ রিপন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিয়ামুল হক,জেলা যুবদল নেতা সেলিম সালাহ উদ্দিন প্রমুখ।
এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply