মৌলভীবাজার প্রতিনিধি :
লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন মুন্সীবাজার,কমলগঞ্জ, মৌলভীবাজারারের উদ্যোগে আজ (২৭ জানুয়ারি)রোজ সোমবার সকাল ১০ ঘঠিকা হইতে মধ্যরাত পর্যন্ত হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে খতমে কুরআন খতমে খাজেগান ওয়াজ ও দোয়া মাহফিল। ইতোমধ্যে মাহফিলের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শত শত মুসল্লীদের বরণ করতে প্রস্তুত হয়েছে হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠ।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়, সকাল ১০টায় পবিত্র কোরআনুল কারীমের খতমের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে খাজেগান মিলাদ ও দুআর মাধ্যমে আরম্ভ হবে মূল অনুষ্ঠান। মোবারক মাহফিলে উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, সভাপতিত্ব করবেন হাজী আব্দুস সোবহান, মিজানুর রহমান তরফদার, প্রধান অতিথি হিসেবে বাদ মাগরিব আলোচনা পেশ করবেন সুমিষ্টবাসী বক্তা হযরত মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকীব বগুড়া,প্রধান আর্কষন হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী রবিরবাজার,আলোচনা পেশ করবেন মধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা আফাজ উদ্দিন বুলবুল বাহ্মনবাড়িয়া ,আলোচনা পেশ করবেন হযরত মাওলানা জয়নাল আবেদীন সাহেব মৌলভীবাজার,আলোচনা পেশ করবেন মাওলানা আব্দুর রব,ইকবাল হোসেন চৌধুরী।
মাহফিল উপস্থাপনায় থাকবেন,দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা ক্বারী শায়েক আহমদ ও সাধারন সম্পাদক মো: খালেদ মাহমুদ সুজন।
দাওয়াতক্রমে: লতিফিয়া ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী।
Leave a Reply