মৌলভীবাজার প্রতিনিধি :
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো মৌলভীবাজারেও বর্ণাঢ্য ভাবে উদযাপন করেছে জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় জেলা কার্যালয় রাজিয়া ম্যানশনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি প্রার্থী নাহিদা খানমের সভাপতিত্বে এবং জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা কিবরিয়া আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, সংগঠনের নেতা কিবরিয়া আহমেদ সাক্ষাৎকারে বলেন- স্বৈরাচারের পতন ঘটাতে ছাত্র অধিকার পরিষদের অবদান অতুলনীয়। রাজপথে আমাদের অনেক সহযোদ্ধারা আহত হয়েছেন।নতুন বাংলাদেশ বিনির্মানে ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা সবসময় দেশের মানুষের পাশে আছে।
ছাত্রনেতা নূর আহমেদ হাসান জানান- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিন্দন। আমরা আমাদের ঐক্য ও সংহতির মধ্য দিয়ে ১৮ থেকে ২৫ সালে পদার্পণ করেছি এবং ছাত্র অধিকার পরিষদকে বাংলাদেশের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশের কল্যাণে মাঠে সবসময় কাজ করবে ইনশাল্লাহ । আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে পারি আমরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা জাকারিয়া হোসেন ফেরদৌস, ছাত্রনেতা জুবায়ের আহমদ, সাবেক অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক হাফিজ সুমন, ছাত্র নেতা লুবন আহমেদ অপু , তারেক রহমান ইমন , ইয়াসিন আরাফাত , এনামুল ইসলাম ,জায়েদ রহমান ,সাজু আহমেদ সহ বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply