কমলগঞ্জ প্রতিনিধি ঃ
তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৫৮ জন শিক্ষার্থীদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তৌহিদুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আহমেদ, লেখক ও গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সমাজ সেবক আব্দুর রব শামীম, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ত্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply