মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এস এম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার। উপস্থিত ছিলেন, নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা আক্তার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক পলি আক্তার, শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম, হিসাব রক্ষক শিল্পী দেব, নির্বাহী সদস্য আদম আলী, নির্বাহী সদস্য আব্দুর রহমান, রুবেল আহমদ, মিনতি রাণী শীল, নন্দিতা দেবনাথ, সুমি রাণী শীল, রুপালি রাণী দাস ও অফিস সহায়ক অনিক মালাকার অভি সহ আরো অনেকে।
Leave a Reply