মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয় (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীত) এর সামন থেকে প্রভাতফেরি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ ( দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী), সহ-সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), চিনু রঞ্জন তালুকদার, সদস্য- (দৈনিক গণমুক্তি), এনআর মিডিয়া সম্পাদক নাসরিন প্রিয়া, অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), কিবরিয়া আহমদ (বাংলা টাইম এন্ড টিউন) প্রমুখ।
Leave a Reply