মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এ
তারুণ্যের আলো মেধাবৃত্তি- ২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় আজ ২২ শে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১.৩০ মিনিটে এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে হলরুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং আদমপুর ইউপি চেয়ারম্যান নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠা পোষক মোঃ আবদাল হোসেন।তারুণ্যের আলোর সভাপতি হিরা মিয়া সহকারী শিক্ষক, রাজকান্দি সপ্রাবি এর সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা এ.টি.এম. আনিসুর রহমান সহকারী শিক্ষক, কৃষ্ণচন্দ্র সপ্রাবি এর সঞ্চালনায় বৃত্তির ফলাফল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠা পোষক মুজিবুর রহমান অব: আর্মি ও উপদেষ্টা তারুণ্যের আলো। ডা. সমিজ মিয়া উপদেষ্টা তারুণ্যের আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম খোকন। আব্দুল কাদির মহাজন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা তারুণ্যের আলো, রিয়াজ মিয়া মহাজন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা তারুণ্যের আলো, মুহিত খান ট্রেড ইন্সট্রাক্টর, এম.এ.ওহাব উচ্চ বিদ্যালয়,
মো লিয়াকত আলী সহকারী শিক্ষক, এম.এ.ওহাব উচ্চ বিদ্যালয়। মনজুর আহমদ জুবেল সহকারী শিক্ষক, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও সহ- সভাপতি তারুণ্যের আলো। আরও উপস্থিত ছিলেন উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে ১ম স্হান অর্জন করেছেন- মো: শাহরিয়ার উদ্দিন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়।২য় স্থান অর্জন করেছেন- মুমিনা আক্তার মুমি তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়।৩য় স্থান অর্জন করেছেন -ইমাদ উদ্দিন – তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়। সাধারণ বৃত্তি প্রাপ্ত ৪ জন হলেন :
শাহ আহমদ আরফিন সামি এম এ ওহাব উচ্চ বিদ্যালয়।মো: জাহিদ হাসান তালুকদার উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা,সায়মা জাহান বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়,সায়মা আক্তার এম.এ. ওহাব উচ্চ বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply