আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ- সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন ও প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধি করেন। তার মধ্যে সভাপতি পদে গোলাম কিবরিয়া চৌধুরী হিমেল ৩০৩ ভোট (চেয়ার) প্রতীক পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো. বদরুল ইসলাম (আনারস) ২৪৫ ভোট ও তারেকুল ইসলাম (চাকা) ৩৫ ভোট পান। সহ সভাপতি পদে মাও: মাশহুদ আহমদ (চশমা) প্রতীক ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মাও: শাহীদ আলম চৌধুরী (ফুটবল) ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী লিটন (হরিণ) প্রতীকে ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি জুনেদ আহমেদ (মোরগ) ১৭৪ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে মো: মশিউর রহমান (রাব্বি) উড়োজাহাজ প্রতীকে ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি তারেক রহমান চৌধুরী (মাছ) ১৫৩ ভোট ও মাও: শামছুল ইসলাম (ডাব) ১৫২ ভোট পান। সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মঈন উদ্দিন (কুলা) প্রতীকে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি সায়েদুল ইসলাম লিপন (তবলা) প্রতীকে ১৪১ ভোট পান। প্রচার সম্পাদক পদে নিজাম উদ্দিন (সেলাই মেশিন) প্রতীকে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: আব্দুল কাইয়ুম (সিলিং ফ্যান) ২২৯ ভোট পান।
মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। এরমধ্যে ৫৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল হাদী জুমন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আক্তার মিয়া, ইলিয়াছ আলী, সিপার আহমেদ খান, শংকর দাশ।
Leave a Reply