যে সময়কে আমরা অতিক্রম করছি সে সময় আঁধারের,
এ পথ বড়ো বন্ধুর —
চলতে গিয়ে হোঁচট খাওয়ার ভয় আছে সে পথে।
আলো হাতে দাঁড়িয়ে থাকবে একজন মানুষ
সে মানুষ কই !
কৃষ্ণগহ্বর সামনে, তলিয়ে যেতে পারে সভ্যতা
ধ্বংস হতে পারে পৃথিবীর সব গৌরবময় অর্জন
বাঁচতে হবে আমাদের সে ধ্বংসের হাত থেকে
কে উদ্ধার করবে — তেমন আলোকিত মানুষ কই !
আমরা নিজেদের মানুষ বলে দাবি করি
অথচ মানুষের কাছেই সাজি অমানুষ
হিংসা বিদ্বেষ আর জিঘাংসায় মেতে উঠি উল্লাসে,
তবে আর মনুষ্যত্ব রইলো কোথায় !
যে মানুষ খুঁজি সেই মানুষ কই !
আলো কই ! আলোকিত মানুষ কই
কে দেখাবে তবে আলোর পথ
কে নেবে আমাদের সেই বৈকুণ্ঠের পথে !
লিখেছেন, মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply