ভালোবাসার মানুষকে সময় দিন,
পাশে থাকুন, যত্ন নিন সম্পর্কের,
গুরুত্ব দিন তার পছন্দ-অপছন্দের
কারণ সে-ও আপনাকে ভালোবাসে
চোখে চোখে রাখে, ব্যাকুল হয় আপনার সাহচর্যের।
তার আহ্বানে সাড়া দিন, তাকে অনুভবে রাখুন
জীবনে চলতে গেলে সঙ্গীর প্রয়োজন —
সে-ই আপনার সুখদুঃখের সাথি সর্বক্ষণ
অনুপ্রেরণা দানে সে-ই আপনার যোগ্য বন্ধু।
ভালোবাসুন তাকে প্রাণের চেয়ে
তবে সে তার প্রাণ তুলে দিবে আপনার হাতে,
মন তুলে দিন কোনো বিনিময় ছাড়াই
দানপ্রতিদান গুণে ভালোবাসা হয় না
ভালোবাসুন তাকে নিঃস্বার্থ অভিজ্ঞানে
তবেই না পাবেন তার মহামতি মন।
লিখছেন, মো: বদরুল ইসলাম
১৬/০৩/২৫ ইং
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply