কমলগঞ্জ প্রতিনিধিঃ মণিপুরী ভাষা শহীদ দিবসে মণিপুরী ভাষায় শিল্পী লাভলী সিনহার আমি মণিপুরী (মণিপুরী ভাষায় মি মণিপুরী গো) শিরোনামে গানের মিউজিক ভিডিও প্রকাশ ।
(১৬ মার্চ) রবিবার বিকাল ৫ টা মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ দিবসে মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়াম
আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল শিল্পী লাভলী সিনহার গানের মিউজিক ভিডিও।
প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, , একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ, কবি-গীতিকার বিকাশ সিংহ, শহীদ গীরিন্দ্র স্মৃতি পরিষদের সভাপতি উপেন্দ্র সিংহ ।
নিজ ভাষাকে গানের মাধ্যমে ধরে রাখার প্রয়াসে এই গানের প্রকাশ। কবি বিকাশ সিংহ এর লেখা গানের কথায় সুর করেছেন শিল্পী ধীরজিৎ সিংহ ।
সংগীত শিল্পী লাভলী সিনহার গানের মিউজিক প্রকাশ পাওয়া জনপ্রিয় এই শিল্পীর গাওয়া গানকে নান্দনিক মিউজিক ভিডিওতে মণিপুরী বিভিন্ন জীবন চিত্রকে রূপ দেয়া হয়েছে ।শুরুতেই বড় পর্দায় উপস্থিত সবার সামনে ভিডিওটি প্রদর্শন করা হয়। এ সময় উপভোগীরা চমৎকার দৃশ্যায়নে মুগ্ধ হন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংস্কৃতিক শিল্পী বিধান সিংহ বলেন নিজের ভাষায় গাওয়া গানটি অনেক ভালো লেগেছে তার সবটুকু কৃতিত্ব কবি বিকাশ সিংহর এর সুন্দর একটি গানের জন্য ।
শিল্পী ও সুরকার ধীরজিৎ সিংহ বলেন
সঙ্গীতের অনন্য উজ্জ্বল একজন সঙ্গীতশিল্পী। ‘ গানটিও চমৎকার গেয়েছেন। একই সঙ্গে এই গানের মিউজিক ভিডিওতে চমৎকার অভিনয় করেছেন।
বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির চিত্রায়ণ হয়েছে ।
Leave a Reply