স্টাফ রিপোর্টঃ
মৌলভীবাজার পৌরশহরের পশ্চিম ধরকাপনে ষষ্ঠ বারের মতো পবিত্র মাহে রমাজান ও ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় চারশত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তোলে দেয়া হয়। বুধবার ১৯ মার্চ দুপুরে নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পৌরশহরের ৮ নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার নামদার ওয়াশিমা মঞ্জিল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ তাজ উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর।
নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও ইমরান এন্ড ব্রাদার্স এর স্বত্বাধীকারী সৈয়দ জমসেদ আলী আলালের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোহাম্মদ তাজ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ সংবাদ সংস্থা মৌলভীবাজার প্রতিনিধি ডাক্তার ছাদিক আহমদ, সংবাদিক বকসি মিছবাহুর রহমান,পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ,এডভোকেট নুরুল ইসলাম,মামুন প্রাইভেট হাসপাতালের পরিচালক সৈয়দ মোতাহের আলী,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ মাহমুদ আলী।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, চিনি, লবন, ছোলা, সেমাই, মরিচ, ধনিয়া গুড়া এবং ভোজ্য তেল।
Leave a Reply