সহযোগিতার আবেদন
আসসালামু আলাইকুম ও আদাব।
চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। কমলগঞ্জ উপজলার রহিমপুর ইউনিয়নের সিদ্দেশ্বর পুর গ্রামের মশুদ মিয়ার পুত্র মো. রাজু আহমেদ(২৩) যার কোলে রয়েছে মাত্র ৩ মাসের ফুটফুটে এক কন্যা সন্তান, তিনি দুরারোগ্য ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে ৭টি কেমোথেরাপি দিতে হবে। আমরা সবাই জানি, ক্যান্সারের চিকিৎসা কতটা ব্যয়বহুল। কিন্তু রাজুর পরিবার অত্যন্ত অসচ্ছল, যার ফলে এই চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তাঁদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
রাজু বাঁচতে চায়! সে আমাদের মতোই স্বপ্ন দেখে, সুস্থভাবে বেঁচে থেকে তার ছোট্ট মেয়েকে বড় করতে চায়। তার চোখের নিচের কালো দাগ বলে দেয়, সে কতটা কষ্ট পাচ্ছে, তবুও বেঁচে থাকার আকুলতা তার চোখে স্পষ্ট।
একটু ভাবুন, এই রোগটা যদি আমার বা আপনার হতো? আমরা নিশ্চয়ই সুস্থ হওয়ার জন্য সব কিছু দিয়ে চেষ্টা করতাম!
পবিত্র ঈদুল ফিতর সামনে— সবাই নিজের, পরিবার ও আত্মীয়স্বজনের জন্য বাজেট করি। কিন্তু রাজুর কোনো বাজেট নেই! তার একটাই চাওয়া— সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরা।
দেশ প্রবাসের পরিচিত হিন্দু মুসলিম ভাই বন্ধুদের প্রতি আকুল আবেদন, আপনার ছোট্ট সাহায্যই রাজুর জীবনের বড় আশার আলো হতে পারে!
মাত্র ৫০০ বা ১০০০ টাকা রাজুর একদিনের ওষুধের খরচ, আর ৫০-১০০ জনের সাহায্য মিললে তার চিকিৎসার অনেকখানি পথ সহজ হয়ে যাবে।
সম্পদের পাহাড় বানিয়ে কেউ কিছু সঙ্গে নিয়ে যেতে পারেনি। মৃত্যুর পর সেই দেহই তিন দিনের মধ্যে পোকামাকড়ের আহার হয়ে যায়! কিন্তু জীবিত থাকা অবস্থায় কারও জীবন বাঁচাতে পারাটা— সেটাই প্রকৃত সম্পদ, প্রকৃত মানবতা!
আপনার সাহায্য প্রয়োজন
আপনার সামর্থ্য অনুযায়ী যে কেউ রাজুর চিকিৎসায় সাহায্য করতে পারেন। সহযোগিতা করতে চাইলে নিচের দেওয়া ব্যাংক একাউন্টে অথবা বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারেন।
Bank account-1
Account Name: SAIDUL MIAH
Eastern bank Ltd
Account Number: 0921510004880
Branch: Chouhatta Sylhet
Bank account-2
Account Name: SHEIKH ASRAF JAHAN
Eastern bank Ltd
Account Number: 0921510001102
Branch: Chouhatta Sylhet
/Nagad/Rocket/Upay: [ 01799930017 ] (Sheikh Asraf)
Bkash-2
[01793735965] (Saidul Miah)
Bkash-3
[01618414640](Hammad Khan)
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই।
রাজুর জন্য দোয়া করুন, তার ছোট্ট মেয়েটার মুখের হাসিটা যেন মলিন না হয়!
Leave a Reply