উশ্নন্তে নিন্দা বিস্তীর্ণ বহুব্রীহি বীভৎস।
ক্ষুধারে হৃদয়ে বিষন্ন আর্তচিৎকার
নারী শিশু বৃদ্ধা মায়ের চিৎকারে কাঁপিত দুনিয়া
বীতস্কন্ধ মহা সংগ্রামে।
নিজস্বতা শহীদী লাশের মেলা মুসলিম রাজ্য
ফিলিস্তিন।
বিষাক্ত আগুনে পুড়ে পুড়ে ছাঁই আমার মুসলিম ভাই।
ধরণী যেন মৃত্যুপুরী এ কেমন নির্মম গৃহস্থ দৃশ্য।
ঈমানি পাগড়ি মাথায় দিয়ে বাঁচার
আর্তচিৎকার কে শুনিবে ওদের চিৎকার।
আহ্ মৃত্যু মিছিলে চলছে মহা স্লোগান।
এ বুকে করছে হাহাকার।
কালেমার চাদরে মোড়ানো শুধু লাশ আর লাশ।
অসহায় শিশু বৃদ্ধা মায়ের
প্রতি ফোটা রক্তে আল্লাহু আকবার চিৎকারে
মৃত্যুর মিছিল দীর্ঘস্তর হচ্ছে চারপাশে
তারচে দীর্ঘ হচ্ছে ক্ষধার বিপ্লব।
তীব্রতম জন্ত্রনায় ছিন্নভিন্ন মুখে কাফিরের বিরুদ্ধে।
ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই সময়
আল্লহু আকবার বলে হাতে লও তলোয়া।
এই জল্লাদের উচ্চমঞ্চ ভেঙে দেয়ার এখনই সময়
কালেমার চেতনা বুকে নিয়ে আওয়াজ তোলি।
আল্লহু আকবার ফিলিস্তিন জিন্দাবাদ।
লিখেছেন মোঃ হাবিব মিয়া, কমলগঞ্জ, মৌলভীবাজার।
:::::::::::::;;;;;;;::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
২১/০৩/২০২৫/
Leave a Reply